মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সরকারি চাকরি নিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একজন তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে কর্নাটকের মন্ত্রী তথা বিজেপি নেতা রমেশ জারকিহোলির বিরুদ্ধে। প্রমাণ হিসেবে ওই তরুণীর সঙ্গে রমেশের একটি ভিডিও সামনে এসেছে। এ ঘটনার জেরে গেরুয়া শিবিরে অস্বস্তি বেড়েছে। জানা গেছে, ভিডিওটি প্রকাশ করেছেন সমাজকর্মী দীনেশ কালাহল্লি। তিনি বলেন, বিদ্যুৎ দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছেন রমেশ। অভিযোগ করা হয়েছে বেঙ্গালুরুর কব্বন পার্ক থানায়। দীনেশ বলেন, কমিশনারের সঙ্গে দেখা করে রমেশ জারকিহোলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ জানিয়েছি। বিষয়টি খুবই স্পর্শকাতর। তিনি আরো বলেন, একা লড়তে পারবেন না বলে সাহায্য চেয়ে আমার কাছে এসেছিল মেয়েটির পরিবার। প্রতিশ্রুতি দিয়ে জঘন্য কাজ করেও কথা রাখেননি মন্ত্রী মশাই। তরুণীর পরিবার এখন বিচার চাচ্ছে। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।