বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, খুলনা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম হত্যার ২৫ বছর পর আদালতে পুনরায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার সকালে অবসরপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট সগীর আহমেদ সাক্ষ্য দেন। মামলার আসামি সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস আদালতে উপস্থিত রয়েছেন। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, খুলনায় বিচারকার্য অনুষ্ঠিত হচ্ছে।
জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, চাঞ্চল্যকর মামলাটির বাদী, প্রধান সাক্ষী, তদন্ত কর্মকর্তা ও দুই আসামির ইতোমধ্যে মৃত্যু হয়েছে। উচ্চ আদালতের একটি নির্দেশে ২০১৪ সাল থেকে হত্যা মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত ছিল। মামলার বিচার কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বিষয়টিকে ঘিরে প্রচন্ড আগ্রহের সৃষ্টি হয়েছে খুলনাবাসীর মধ্যে।
১৯৯৫ সালের ২৫ এপ্রিল সকালে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে শেখ আবুল কাশেমকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়। এ সময় তার গাড়িপালক মিকাইলও নিহত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।