Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেপরোয়া গতিতে ওভারটেক, প্রাণ গেল ট্রাক হেলপারের

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১১:৪৮ এএম

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে প্রাণ গেল ট্রাক হেলপার জিসানের (১৮)। মহানগরীর হোগলাডাঙ্গা মোড়ে গরান কাঠ বোঝাই ট্রাককে ওভারটেক করতে গিয়ে গতরাত রাত ১টার দিকে মাছ বহনকারী ট্রাকের এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই মাছ বহনকারী ট্রাকের হেলপার জিসান নিহত হয়। উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে।

নিহত জিসান সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শনকারী হরিণটানা থানার এস আই কৃষ্ণসিদ্ধ তরফতার জানিয়েছেন, সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল ট্রাক দু'টি। পথিমধ্যে নগরীর হোগলাডাঙ্গায় গরান কাঠ বোঝাই ট্রাককে বেপরোয়াভাবে ওভারটেক করতে গিয়ে মাছ বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে মাছ বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ