Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বেড়েছে মশার উপদ্রব

কমেছে নিধন অভিযান

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১২:০০ এএম

খুলনা মহানগরীতে মশার উপদ্রব প্রকট আকার ধারণ করেছে। গত দুই সপ্তাহ ধরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। কিন্তু মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না খুলনা সিটি করপোরেশনকে (কেসিসি)। করপোরেশন আগের চেয়ে মশা নিধনে এখন অভিযান কমিয়ে দিয়েছে বলে দাবি নগরবাসীর।
দেখা গেছে, বিভিন্ন স্থানে সংস্কারের জন্য ড্রেনের ঢাকনা সরিয়ে ফেলা এবং ড্রেনের বর্জ্য বিক্ষিপ্তভাবে ফেলে রাখা হয়েছে। এতে মশার প্রজনন বেড়ে গেছে বলে মনে করছেন নগরবাসী। ফলে দিনে রাতে মশার যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না কারো।
স্থানীয় বাসিন্দারা জানান, শীত মৌসুম শেষ হওয়ার পর থেকে নগরীতে মশার উপদ্রব বেড়েছে। এক সপ্তাহ ধরে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এদিকে সিটি করপোরেশন জানিয়েছে, ফেব্রæয়ারির শেষ থেকে মার্চের তৃতীয় সপ্তাহ মশার প্রজনন মৌসুম। মশা এ সময় দ্রæত বংশবিস্তার করে। যে কারণে এ সময় মশার উপদ্রব বাড়ে। অন্যদিকে নগরবাসীর অভিযোগ, সঠিক সময়ে মশার প্রজনন রোধ করতে না পারার মাশুল দিতে হচ্ছে নগরবাসীকে।
নগরীর ইকবাল নগরের বাসিন্দা আওয়াল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে কয়েল, স্প্রে কিনতে খরচ বেড়ে গেছে। তারপরও মশা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। দিন ও রাতে সমানতালে মশার উপদ্রব সহ্য করতে হচ্ছে। রায়পাড়া এলাকার বাসিন্দা গৃহিণী ছন্দা বেগম বলেন, মশার কারণে ছেলেমেয়ের লেখাপড়া বিঘিœত হচ্ছে। তার ছেলের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে। ফলে মশার কয়েল জ্বালাতে পারেন না। নগরীর টুটপাড়া এলাকার ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, রাতে খাওয়ার সময়ও মশার কয়েল জ্বালাতে হয়। তখন মশা মরে খাবারের মধ্যে পড়ে। মশা নিয়ে খুবই বিপাকে আছি।
খুলনার একটি সামাজিক সংগঠনের নেতা দীন মোহাম্মাদ বলেন, মশার উপদ্রব ঠেকাতে সিটি করপোরেশন থেকে এখন পর্যন্ত কার্যকরি কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। মাঝে মধ্যে দুই একটি স্থানে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হলেও মশা দমন করতে পারছে না।
নাগরিক সমস্যা নিয়ে কাজ করেন এমন একটি সংগঠন গেøাবাল খুলনার আহŸায়ক শাহ মামুনুর রহমান তুহিন বলেন, একদিকে নগর উন্নয়নের নামে ড্রেনের নোংরা আবর্জনা বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সেই সাথে মশার উপদ্রব-দুইয়ে মিলে নগরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। মাঝে মধ্যে কেসিসি থেকে খোলা ড্রেনগুলোতে ওষুধ ছিটাতে দেখা যাচ্ছে। কিন্তু সেটা লোক দেখানো কিনা বুঝতে পারিনা। কারণ ওই ওষুধে মশা দমন হচ্ছে না। ওষুধের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মশা নিধন কার্যক্রম থেমে নেই দাবি করে কেসিসির কনজারভেনসি অফিসার আনিছুর রহমান বলেছেন, মশার উপদ্রব কমাতে নগরীর বিভিন্ন স্থানে আমাদের কর্মীরা ওষুধ ছিটানো শুরু করেছে। মশা নিধনে অভিযান কমিয়ে দেয়ার বিষয়টি সঠিক নয় বলে তিনি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ