বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোনাকান্দা দরবারের পীর ও বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ’র আমীর আলহাজ মাওলানা প্রিন্সিপাল মাহমুদুর রহমান বলেছেন, ওলী আউলিয়াদের দরবার হচ্ছে আত্মশুদ্ধির অন্যতম জায়গা। পরম শান্তির জায়গা। ঈমান ও আখলাক মজবুত করে আল্লাহর রাস্তার দিক-নির্দেশনা খুঁজে পাওয়ার জায়গা। রাসূলে করীম (সা.) প্রেমিকদের কাছে এসব দরবারের গুরুত্ব ও মাহাত্ম অনেক বেশি। অন্যদিকে নবী (সা.) এর আদর্শ থেকে বিচ্যুত হওয়া একশ্রেণির লোকেরাই ওলী আউলিয়াদের নিয়ে কটাক্ষ্য করেন। এ ধরণের লোকেরা কখনোই নবী প্রেমিক হতে পারে না। তারা ইসলাম বিরোধী মনোভাব ছড়িয়ে দেয়া চক্রের এজেন্ট। তাদের ব্যাপারে আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের সচেতন থাকতে হবে। সুন্নিয়াতের আদর্শের পথ ধরে কাফের মুশরিকদের মোকাবিলায় রুখে দাঁড়াতে হবে। নিজেদের মজবুত ঈমান ও আমলে অবিচল থেকে ইসলাম বিরোধী চক্রকে প্রতিহত করতে বাংলার জমিনের প্রতিটি দরবারের ভক্ত, মুরিদান, আশেকান ও সুন্নিয়াতের আদর্শে উজ্জীবিত ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আর এই ঐক্যের মধ্যদিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্রে পরিণত করা কোনভাবেই কঠিন কাজ নয়।
মাওলানা মাহমুদুর রহমান গতকাল বাদ ফজর দেশ ও জাতির ইহকালীন-পরকালীন কল্যাণ কামনা করে সোনাকান্দা দরবারের দুইদিন ব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের আখেরি মোনাজাতের পূর্বে বয়ান করতে গিয়ে এসব কথা বলেন। আখেরি মোনাজাতে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য লাভের আশায় সারা বাংলার প্রত্যন্ত এলাকা থেকে আল্লাহাভীরু ও রাসূলপ্রেমিগণ হাজির হন মাহফিলে। নিজের ও আহাল আওলাদের গুনাহ খাতা মাফির জন্য এবং দেশ-জাতির ইহকালীন ও পরকালীন সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠিত আখেরি মুনাজাতে কান্নার রোল পড়ে যায়। আল্লাহ পাকের দরবারে মোনাজাতের কান্নাকাটি আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত মাহফিল এলাকা। মোনাজাত চলাকালে লাখো লাখো মুসল্লীদের আমিন আমিন ধ্বনির মাধ্যমে বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করেন।
বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহর কেন্দ্রিয় মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মোতালেব হোসাইন সালেহীর উপস্থাপনায় গত রোববার রাতে মাহফিলে আরো বয়ান করেন মাওলানা মুফতী শাহআলম হানাফি, মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা পীরজাদা সফিকুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন আফসারী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা আব্দুল কাদির ও মাওলানা মিজানুর রহমান মুনিরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।