Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ভোটকর্মী মারা গেলে মিলবে ৩০ লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৮ পিএম

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভোটের কাজে যুক্ত কারও মৃত্যু হলে তার পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে আনন্দ বাজার।
এছাড়া ভোটের সময় সহিংসতায় কারও মৃত্যু হলে ক্ষতিপূরণের আওতায় থাকবে তার পরিবারও। করোনার সঙ্গে লড়াইয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদের মতো প্রথম সারির যোদ্ধার সম্মান ও স্বীকৃতি পাবেন ভোটকর্মীরাও। যারা ভোটের কাজে পশ্চিমবঙ্গে আসবেন, তাদেরকে বিনাখরচায় চিকিৎসা করানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন।
করোনা জন্য অনেক বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে প্রত্যেক ভোটকর্মীকে প্রথম সারির কোভিড যোদ্ধা হিসেবে বিবেচনা করে প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বক্তব্য, ভোট গ্রহণের আগে কোনো ভোটকর্মীই যেন প্রতিষেধকের বাইরে না থাকেন।
এই অবস্থায় কমিশনের সিদ্ধান্ত, ভোটের কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ টাকা দেওয়া হবে। এই মর্মে সব রাজ্যের মুখ্যসচিবদের কাছে নির্দেশ পাঠিয়েছে তারা।
ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের চিকিৎসার ব্যাপারেও আগে থেকে রাজ্যগুলোকে সতর্ক করে দিয়েছে কমিশন। সে ক্ষেত্রে কোভিডের চিকিৎসার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের বলা হয়েছে, তারা যেন অবিলম্বে নিজেদের এলাকার হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় রাখেন। বিশেষ করে কোয়ারেন্টাইনের পরিকাঠামোও প্রস্তুত রাখতে হবে প্রশাসনকে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত এই বন্দোবস্ত রাখতে বলা হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হবে ৮ দফায়। প্রথম দফা শুরু হবে ২৭ মার্চ আর শেষ দফা ২৯ এপ্রিল। তবে সব রাজ্যের ভোট গণনা হবে ২ মে। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ