মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এশীয় বংশোদ্ভ‚তদের ওপর হামলা বেড়েই চলেছে। সর্বশেষ বৃহস্পতিবার ৩৬ বছর বয়সী এশীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন এশীয় কমিউনিটির পক্ষে কাজ করা ব্যক্তিবর্গ। মঙ্গলবার নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও জানান, শহরের ঘৃণা সূচক অপরাধ রোধের অফিস ও অন্যান্য সংস্থা সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে আলোচনা করতে এশীয় কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। নিউইয়র্কে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যেখানে ঘৃণা স‚চক অপরাধ সম্পর্কে অভিযোগ জানানো যাবে। ওয়েবসাইটটি ‘এশীয়দের ঘৃণা করা বন্ধ কর’ নামে হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও চালাচ্ছে। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, গত বছর নিউইয়র্কে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের ঘটনা ঘটেছে ২৯টি। এর মধ্যে ২৪টি ছিল করোনাভাইরাস সংক্রান্ত কারণে উদ্ভূত ঘৃণা সূচক অপরাধ। ২০১৯ সালে শহরটিতে জাতিগতভাবে অনুপ্রাণিত অপরাধের সংখ্যা ছিল তিনটি। এশীয়-আমেরিকান ও এশীয় বংশোদ্ভূতদের ওপর হামলা শুধু নিউইয়র্কের মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়াসহ বেশ কিছু শহরে এশীয়-আমেরিকানদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিনিধি পরিষদ গত সেপ্টেম্বরে এশীয় বিদ্বেষীদের উদ্দেশ্যে একটি নিন্দা প্রস্তাব পাস করে। গত সপ্তাহের মঙ্গলবার নিউয়র্কের কুইন্সে ৫২ বছর বয়সী এক এশীয় নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা ঘটে। এতে ওই নারী মুখমন্ডলে আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে ঘৃণা সূচক অপরাধের অভিযোগ আনা হয়নি। এনওয়াইপিডি জানিয়েছে, সামাজিক দূরত্ব সংক্রান্ত কারণে এই বিবাদের ঘটনা ঘটেছে। এশীয়-আমেরিকানদের ওপর হামলার ঘটনায় এশীয় কমিউনিটি থেকে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ‘মহামারি শুরু হওয়ার পর থেকে আমাদের এশীয়-আমেরিকান কমিউনিটি দু’টি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই আমাদের সদস্য ওক্ষুদ্র ব্যবসাগুলোকে এশীয়দের প্রতি বিদ্বেষের মহামারীর বিরুদ্ধে লড়াই করতে দেখেছি।’ এনওয়াইপিডি’র উপপরিদর্শক ও এনওয়াইপিডি এশিয়ান হেইট ক্রাইম টাস্ক ফোর্সের প্রধান স্টুয়ার্ট লু জানান, পুলিশ ইতোমধ্যে অন্তত চারটি ঘৃণা সূচক অপরাধ তদন্ত করেছে। তিনি বলেন, ‘এটি নতুন কোনো সমস্যা নয়। আরও অনেক বছর আগেই এগুলো নিয়ে অভিযোগ জানানো উচিত ছিল।’ সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।