Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার জেলা জীপ-কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

রফিক সভাপতি- গিয়াস সাধারণ সম্পাদক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৪০ পিএম

কক্সবাজার জেলা জীপ-কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দীন। কক্সবাজার জেলার বৃহৎ শ্রমিক সংগঠনের নতুন করে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে তারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন। শুক্রবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য পদের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইয়াছিন সোহেল, মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি-২ জালাল আহমেদ, সহ-সভাপতি-২ নুরুল হাকিম, যুগ্ম-সম্পাদক ওসমান গনি, সহ-সাধারণ সম্পাদক- মোঃ রাশেদ, সাংগঠনিক সম্পাদক- আবদুল আজিজ, অর্থ সম্পাদক-মেহেদি হাসান বাবুল, দপ্তর সম্পাদক-মোঃ ফয়সাল, লাইন সম্পাদক-এনায়ে উল্লাহ, প্রচার সম্পাদক-রমজান আলী এবং নির্বাহী সদস্য- আব্দুল হাকিম, শাহ আলম, সুজন মল্লিক, সোনা মিয়া, নুরুল আমিন।

মোট ভোটার ছিলেন-১০২৮ জন। ভোট প্রদান করেছন ৮৭২ জন। মোট ১৭ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪২ জন।

প্রধান নির্বাচন কমিশনার শাহজাহান বাপ্পী বলেন, দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ও অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটার, প্রার্থী, পুলিশ প্রশানসহ যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ