Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

নাইজারে নিহত ২

ইনকিলাব ডেস্ক : নাইজারে এ সপ্তাহের শুরুর দিকে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনের পর ছড়িয়ে পড়া ব্যাপক সহিংসতায় কমপক্ষে দু’জন নিহত এবং ৪৬৮ জন গ্রেফতার হয়েছেন। নিহতদের মধ্যে ন্যাশনাল গার্ডের এক সদস্যও রয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলকাচে আলহাদা একথা জানান। রোববারের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান রিনিউয়াল দলের প্রার্থী মহামান ওসমানের বিরুদ্ধে ৫৫.৭৫ শতাংশ ভোট পাওয়ায় নাইজারের গণতন্ত্র ও সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহামেদ বজৌমকে দেশটির স্বাধীন জাতীয় নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণার পর মঙ্গলবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এএফপি।


পাখির বাজার
ইনকিলাব ডেস্ক : নটরডেম ক্যাথিড্রালের ছায়ায় ছোট খাঁচাগুলো থেকে আর ক্যানারি, প্যারাকিট এবং জেব্রা ফিঞ্চ পাখির কিচিরমিচির শোনা যাবে না। প্যারিসবাসী নগরীর ঐতিহ্যবাহী উনিশ শতকের পাখির বাজারটি বন্ধ করার পক্ষে সম্প্রতি ভোট দিয়েছেন। এই যুগে এসে এ ধরনের পাখি বেচাকেনার বাজার রাখাটা অনুচিত বলে মনে করছে মানুষ। প্রতি রোববার সাইন নদীর উপর ইলে দে লা সিতে বসে এই বাজার। কয়েক দশক ধরে পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে এটি। প্যারিসের বাসিন্দারা শিশুদের নিয়ে এখানে ভিড় করেন। কিন্তু একটি প্রাণী অধিকার সংগঠন এটির বিরুদ্ধে প্রচারণা শুরু করে এবং স্থানটি সংস্কারের পরিকল্পনা করে। শেষ পর্যন্ত সিটি কাউন্সিল এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্স।

নজর রাখছে
ইনকিলাব ডেস্ক : ভারত ও চীনের সীমান্ত পরিস্থিতি ওপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে প্রতিবেশী দুই দেশ সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ মন্তব্য করলো। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, শান্তিপূর্ণ সমাধানে দুই দেশের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা সেনা প্রত্যাহারের খবর নিবিড়ভাবে দেখছি এবং পরিস্থিতি প্রশমণের চলমান প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। উভয়পক্ষ শান্তিপূর্ণ সমাধানে কাজ করায় আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখব।’ সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ