Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিতে চলছে প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্মেলন

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৬ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ICERIE-2021 আজ শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। প্রতিদিন প্ল্যানারি, টেকনিক্যাল ও পোস্টার এই তিন সেশনে পরিচালিত এ সম্মেলন আগামী রবিবার পর্যন্ত চলবে।

সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ল্যাবে সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমি বিশ্বাস করি, স্বীকৃত গবেষক এবং ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটির জন্য এই সম্মেলন অনেক বড় একটা সুযোগ।আন্তর্জাতিকভাবে এ সম্মেলনে দেশ বিদেশের গবেষক ও উদ্ভাবকবৃন্দ অংশ গ্রহণ করছেন যেখানে বিভিন্ন ধরণের প্রযুক্তিগত গবেষণা, উদ্ভাবন ও তার কার্যকারিতা নিয়ে বৈশ্বিকভাবে আলোচনা হবে। গবেষকগণ তাদের গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান একে অপরকে শেয়ার করবে। যা দেশ-বিদেশের প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জন তুলে ধরেন তিনি।

এ সময় অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সম্মেলন পরিচালনা কমিটির প্রধান ও স্কুল অব এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুশতাক আহমদ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ