মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। অথচ, সেখানেই অনেকে এখনো ভ্যাকসিন নিতে অনীহা প্রকাশ করেছেন। আর তাই যাতে প্রত্যেকেই কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী হন, তার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির একটি সংগঠন। তারা জানিয়েছেন, যারাই ভ্যাকসিন নেবেন, তাদেরকে উপহারস্বরূপ গাজা দেয়া হবে।
কয়েকদিন আগে গাঁজাপ্রেমীদের জোট ‘ডিসি মারিজুয়ানা জাস্টিস’ ঘোষণা করে, যারা ভ্যাকসিনের প্রথম ডোজটি নেবেন, তাদেরই গাঁজা মেশানো সিগারেট উপহার দেয়া হবে। তবে বিনামূল্যে গাঁজা নেওয়ার আগে ভ্যাকসিনেশন কার্ড দেখাবে হবে। গ্রæপের কো-ফাউন্ডার নিকোলাস সিলার এই প্রসঙ্গে জানান, ‘মহামারী দূর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আর এই গাঁজার প্রলোভন কাটানো বেশ মুশকিল। মানুষ এর টানেই ভ্যাকসিন নিতে আগ্রহী হবেন বলে আমার ধারণা।’
তারা আশা করছেন এর মাধ্যমেই করোনা আবহ এবং ভীতি পুরোপুরিই কেটে যাবে একদিন। ওয়ার্ল্ড লেকের ‘গ্রিন হাউস’ জানায়, জানুয়ারি মাসে শুরু হয়েছেন ‘পট ফর শটস্’ ক্যাম্পেইন। এখনও পর্যন্ত ৪ হাজার মানুষদের তারা প্রি-রোলড জয়েন্ট দিয়েছেন। এর চাহিদা নাকি এখন এতোটাই বেড়ে গেছে, যে মার্চ পর্যন্ত এই ক্যাম্পেন চলবে বলে তারা জানিয়েছে। সূত্র : মিশিগান লাইভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।