Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দেবিদ্বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির প্রার্থী তারেক মুন্সীর সংবাদ সম্মেলন

দেবীদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ৬:০৫ পিএম

নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি, বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে নেতা-কর্মীদের হুমকি-ধমকি, নির্বাচনী কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এএফএম তারেক মুন্সী। বৃহস্পতিবার বিকেলে বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর দেবিদ্বারস্থ বাসভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, মঞ্জুরুল হক সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নিজামী, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
সম্মেলনে বিএনপি প্রার্থী এএফএম তারেক মুন্সী বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমার পোষ্টার ছিড়ে ফেলছে। সম্প্রতি আমার নির্বাচনী প্রচার প্রচারণা কাজে হামলা চালিয়ে ৮টি গাড়ি ভাংচুর করে এবং আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে হুমকি ধমকি প্রদর্শন করছে। নির্বাচনী এলাকায় বহিরাগত সন্ত্রাসী দিয়ে মহড়া প্রদর্শন ও আমার নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই আগামী ২৮ ফেব্রুয়ারী যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নেতা-কর্মীদের উপর হামলা মামলার যাতে পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানায়।
তিনি অভিযোগ করে আরো বলেন, বুধবার রাতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও এমপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু আওয়ামী লীগের প্রার্থী সে ঘটনাটি বিএনপি-জামায়াতের গাড়ে চাপিয়ে নেতা-কর্মীদের নামে নতুন মামলা করার পাঁয়তারা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ