Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সদরপুরে পুত্র সন্তানের মা হলেন পাগলি, বাবা কে?

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:১৮ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক পাগলি নবজাতক শিশুর জন্ম দিয়েছেন। কিন্তু উক্ত নবজাত সন্তানের বাবার পরিচয় পাওয়া যায়নি, তবে এই নবজাতকের বাবা কে?


সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে নবজাতক শিশু ছেলেটি ও তার মা বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের বাবু সর্দারের মেয়ে লাবনীর হেফাজতে রয়েছে এবং বিষয়টি আমরা কোর্টের মাধ্যমে সুন্দর একটি পরিবেশে দেওয়ার চেষ্টা করবো।

ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোর ৪টার সময় উপজেলার বাবুরচর বাজারের এক চায়ের দোকানের পাশে। পাগলিটি প্রসব ব্যাথায় ছটফট করছে দেখে বাজার পাহাড়াদার পাশে চায়ের দোকানে ঘুমিয়ে থাকা বাবু সর্দার ও তার স্ত্রী শাহিদা বেগমকে ডেকে বিষয়টি জানায়। পরে তাদের সাহায্যে পাগলিটি একটি পুত্র সন্তান জন্ম দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাগলিটির পরিচয় পাওয়া যায়নি, তবে বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদপুর

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ