Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সেনবাগে বাস চাপায় সিএনজি চালক নিহত

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৬ পিএম

সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির একটি বাস চাপায় মহিন উদ্দিন নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বাস চাপায় ধুমড়ে মুচড়ে গেছে সিএনজিটি।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের তিন পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন উদ্দিন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর এলাকার শেখ আহম্মদের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সিএনজি নিয়ে দাগনভূঞা থেকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে চৌমুহনীর দিকে আসছিল মহিন। তার গাড়ীটি তিন পুকুরিয়া এলাকায় পৌঁছলে চৌমুহনীর দিক থেকে আসা মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪৩৩৩৫) সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন চালক মহিন।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ