Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:১৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ঘাতকের বুলেটে নিহত তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সাতক্ষীরায় সাংবাদিকরা মুখে কালোকাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের পলাশপোলস্থ সাপ্তাহিক সূর্যের আলো কার্যালয়ের সামনে থেকে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সদস্যরা বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিল শেষে শহীদ আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুনসুর রহমান। বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, দেশ টিভি ও বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডেইলি বাংলাদেশ নিউজের আব্দুস সামাদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ