Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৫ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বিকাল থেকে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন ট্রেনটি বিকেল ৫টা ১০ মিনিটে কোটচাঁদপুর রেলস্টেশনে দাঁড়ানোর আগ মূহুর্তে পিছনের দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে লাইন বা ট্রেনের কোনো ক্ষতি না হলেও খুলনা-যশোরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর তিনটি বগি রেখেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি খুলনায় যায়।

তিনি আরো বলেন, উদ্ধারকারী ট্রেন এসে বগি দু’টি লাইনে উঠিয়ে দিলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যাবে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় কপোতাক্ষ, রূপসাসহ চারটি ট্রেন দু’পাশে আটকা পড়েছে। এ কারণে খুলনাঞ্চলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রেল চলাচল স্বাভাবিক হতে রাত ১২টা থেকে ১টা বাজতে পারে। বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ