Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

সম্মত ইরান

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের পারমাণু বিষয়ক পর্যবেক্ষক অঙ্গ সংগঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সময়সীমা তিনমাস পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে ইরান। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে দেশটি। আইএইএ’র কর্মকর্তারা সীমিত পরিসরে পরিদর্শনের সুযোগ পাবেন এবং কোনো ঝটিকা সফর পরিচালনা করতে পারবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালে পারমাণবিক চুক্তি ত্যাগ করার পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। বিবিসি।

পাসপোর্ট ফেরত
ইনকিলাব ডেস্ক : ভারতে করোনার বিধিনিষেধ ভেঙে তাবলিগ জামাতে অংশ নেওয়ার মামলায় মুক্তি পাওয়া ৩৫ বিদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। মুক্তি পাওয়া ওই বিদেশিদের বিরুদ্ধে পুলিশের কোনো অভিযোগ না থাকায় রোববার তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের মার্চে দিল্লিতে তাবলিগ জামাতের অনুষ্ঠানে অংশ নেন বহু বিদেশি নাগরিক। কেন্দ্রে করোনার বিধিনিষেধ অমান্যের অভিযোগ আনা হয়েছিল ওই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে। এবিপি, এনডিটিভি।


দুজুয়ানের তান্ডব
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে মৌসুমি ঝড় দুজুয়ানের তান্ডবে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। রবিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইছে ঝড়ো বাতাস। এর প্রভাবে সৃষ্ট বন্যায় জলাবদ্ধ হয়ে পড়েছে কারাঙ্গা ও সুরিগাও অঞ্চল। নিকেল খনি এবং ধাতু উৎপাদনের জন্য এলাকাটি বেশ বিখ্যাত। বার্ষিক ২০টি মৌসুমি ঝড়ের কবলে পড়ে অঞ্চলটি। বিবিসি।


মোদির আক্ষেপ
ইনকিলাব ডেস্ক : অস্ত্র তৈরিতে ভারত পিছিয়ে পড়েছে বলে আক্ষেপ করে এবার ‘দেশি’ হাতিয়ার নির্মাণে জোর দেওয়ার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। সোমবার রাজধানী নয়াদিল্লি থেকে ভারচুয়াল বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, “অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে আমাদের একশ’ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত হাতিয়ার রফতানি করেছে। কিন্তু স্বাধীনতার পর পরিস্থিতি খারাপ হয়েছে। এখন অত্যন্ত ছোট হাতিয়ারও আমাদের আমদানি করতে হয়। বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ হিসেবে আমরা অন্যতম।” এএনআই।


মেক্সিকোতে নিহত ৬
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার পর সামরিক বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা। এমিলিয়ানো জাপাতা মিউনিসিপালিটির একটি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল পৌনে ১০ টার দিকে ওড়া লেয়ারজেট ৪৫ এয়ারক্রাফটটি দুর্ঘটনায় পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহতদের নাম পরিচয় জানানো হয়নি। ঘটনাটির তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী কতজন ছিল, তাৎক্ষণিকভাবে তা জানা
যায়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ