Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সত্য সাই বাবা’ সিকুয়েলে ফিরবেন অনুপ জালোটা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভারতের কিংবদন্তীতুল্য গায়ক এবং অনুপ জালোটা তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বায়োপিক ‘সত্য সাই বাবা’র সিকুয়েলে কেন্দ্রীয় চরিত্রে আরেকবার অভিনয় করবেন। চলচ্চিত্রটি তিনি পরিচালনা এবং এর সঙ্গীত পরিচালনাও করবেন। দ্বিতীয় পর্বটি ফ্লোরে যাবে শীঘ্রই। ‘সত্য সাই বাবা ২’তে জালোটার সঙ্গে অভিনয়শিল্পী তালিকায় থাকবেন-সাধিকা রান্দেভা, একতা জৈন, পঙ্কজ বেরি, সোমাক্ষি এবং অনিল নগরথ। “সিকুয়েলে আরও অনেক অভিনয়শিল্পী থাকবে, আর এতে সত্য সাই বাবার জীবনের আরও অনেক কাহিনী বর্ণনা করা হবে,” জালোটা বলেন। ‘সত্য সাই বাবা ২’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখবেন সচিন্দ্র শর্মা। যৌথ প্রযোজনায় সুভাস সেহগাল, অঙ্কিতা এবং নিকিতা শ্রীবাস্তব। হিন্দু ধর্মগুরু সত্য সাই বাবার জীবনী চলচ্চিত্র ‘ওম সত্য সাই বাবা’ ২৯ জানুয়ারি ভারতের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে। ভিকি রানাওয়াতের পরিচালনায় ফিল্মটিতে জালোটা ছাড়া আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গোবিন্দ নামদেব, সাধিকা রান্দেভা, অরুণ বকশি এবং মুশতাক খান। সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা লাহিড়ী। চিত্রনাট্য সচিন শর্মার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিকুয়েল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ