প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘সিকারিও’র সিকুয়েল ‘সোলদাদো’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী এমিলি বøান্ট। ‘সিকারিও’তে তিনি এক সৎ ও নিবেদিতপ্রাণ এফবিআই এজেন্ট কেইট মেসারের ভ‚মিকায় অভিনয় করেছিলেন যে এক ড্রাগ লর্ডের বিরুদ্ধে সিআইএ’র প্রতিশোধ অপারেশনের ট্রয়ের ঘোড়ায় পরিণত হয়। এটি ছিল চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র।
বøান্ট এখন সন্তানসম্ভবা। মাতৃত্ব কালীন ছুটির পর তিনি ‘মেরি পপিন্স রিটার্নস’ চলচ্চিত্রটি নিয়ে ব্যস্ত হয়ে পরবেন বলে ধারণা করা হচ্ছে। এইস শোবিজ আরও জানায় ‘সোলদাদো’ বেনিসিও দেল তোরাও রূপায়িত আলেহান্দ্রোকে নিয়ে নির্মিত হবে। এক মাদক ব্যবসায়ীর হাতে স্ত্রী ও কন্যা নিহত হলে আলেহান্দ্রো এবং তার সহকর্মীরা প্রতিশোধ নেবার লক্ষ্যে মেসার এবং এফবিআইকে যুক্তরাষ্ট্রের ভেতরে কার্যক্রম চালাবার জন্য ব্যবহার করে।
জশ ব্রলিনও ম্যাট চরিত্রে ফিরবেন। ‘গ্রিন রুম’খ্যাত জেরেমি সলনিয়ার পরিচালনা করা কথা থাকলেও শিডিউল সমস্যার কারণে ইতালীয় পরিচালক স্টিফানো সরিমা চলচ্চিত্রটি পরিচালনা করবেন।
‘সিকারিও’ পরিচালনা করেছিলেন ডেনিস ভিলেনভ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।