Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গেম অব থ্রোনস’-এর সিকুয়েলে ফিরছেন কিট হ্যারিংটন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০১ এএম

কিট হ্যারিংটন, যিনি ‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রটির জন্য বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এবার একটি নতুন সিরিজে তাঁর পর্দার এই চরিত্রটিকেই পুনরায় তুলে ধরবেন। অভিনেতাকে দেখা যাবে ‘গেম অব থ্রোনস’ স্পিন অফে। যা আসল সিরিজে তাঁর চরিত্রের কাছাকাছি। ওই লাইভ- অ্যাকশন শোটি গেম অব থ্রোনস ইভেন্টের পরেই অনুষ্ঠিত হবে। গেম অব থ্রোনসের এই ফাইনাল সিজনে জন স্নোকে দেখা যাবে তাঁর আসল পরিচয় নিয়ে বেশ সচেতন হয়ে যেতে। শেষ সিরিজে দেখা গিয়েছিল ওয়েস্টেরস থেকে নির্বাসনে যেতে।
গত শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এইচবিও এই সিরিজের সিকুয়েল নিয়ে আসতে চলেছে। এই খবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে নিয়েছেন জন নিজেও। মন্তব্য করেছেন অভিনেতার ভক্তরা। একজন লিখেছেন, ‘আবার শীতকাল আসছে।’ অন্য একজন বলেছেন, আরও এক ভক্ত বললেন, ‘আমার ছেলে ফিরে এসেছে!’ চমৎকার খবর এটি আমরা একটি জন স্নো সিকুয়েল সিরিজ পাচ্ছি, কিট এই চরিত্রের জন্যই জন্মগ্রহণ করেছিলেন। সিরিজে জন স্নোকে দেখা গিয়েছিল হাউজ স্টার্কের নেতা লর্ড এডার্ড স্টার্কের অবৈধ সন্তান হিসাবে দেখানো হয়েছিল। জন যখন তাঁর সামনে কোনও সম্ভাবনা দেখাতে পারেন না তখন তিনি নাইটস ওয়াচ-এ যোগদান করার সিদ্ধান্ত নেন। পরে দেখানো হয়েছিল জন এডার্ড স্টার্কের অবৈধ সন্তান নয়। সে একজন আসল টারগারিয়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘গেম অব থ্রোনস’-এর সিকুয়েলে ফিরছেন কিট হ্যারিংটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ