Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় পৌঁছেছে ভ্যাকসিনের প্রথম চালান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মালয়েশিয়ায় গত এক বছরে বহু সংখ্যক করোনা শনাক্ত রোগী মৃত্যুবরণ করায় বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। প্রথম চালানে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য কোভিড -১৯ ফাইজার-বায়োএনটেক বিএনটি টি ভ্যাকসিন সরবরাহ করতে চলেছে। এই ঐতিহাসিক মুহূর্তটি রবিবার সকালে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৬০৪ এবং এয়ারবাস ৩৩০-৩০০ যোগে সেপাংয়ের কেএল আন্তর্জাতিক বিমানবন্দর এ অবতরণ করে। এই সময় স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড আধাম বাবা, জাতীয় সিওভিড -১৯ টিকাদান কর্মস‚চির সমন্বয়কারী ও বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মন্ত্রী খয়েরী জামালউদ্দিন, পরিবহণ মন্ত্রী দাতুক সেরি ডাঃ ওয়ে কা সিওং এবং স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডাঃ ন‚র হিশাম আবদুল্লাহ উপস্থিত থেকে ৩১২৩৯০ ডোজ ভ্যাকসিনের প্রথম চালানটি গ্রহণ করেন। মালয়েশিয়ার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবহাওয়া ঠিক থাকবে বলে প‚র্বাভাস দেওয়া হয়েছিল, স্পর্শের সময় সেপাং ও পুত্রজায়া অঞ্চলে ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তখন আবহাওয়া। ভ্যাকসিনের আগমনে দেশের সর্বকালের বৃহত্তম টিকা কর্মস‚চী জাতীয় কোভিড -১৯ টিকাদান কর্মস‚চি শুরু করবে। দক্ষিণ-প‚র্ব এশিয়ার প্রথম দিকের একটি দেশ এই টিকা ব্যবহারের জন্য, ৩২ মিলিয়ন লোকের জনসংখ্যা নিয়ে মালয়েশিয়া আশাবাদী যে টিকাদান কর্মস‚চী দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য দেশটির প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে। ব্যাঙ্কক পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ