Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় ২১ জিহাদিকে হত্যা করেছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেটের ২১ জিহাদিকে হত্যা করেছে রাশিয়া। শনিবার প্রায় ২৪ ঘন্টাজুড়ে এসব হামলা চালানো হয়। অন্তত ১৩০টি আলাদা আলাদা স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। বৃটেনভিত্তিক সিরিয়ান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। এদিকে আল এরাবিয়া জানিয়েছে, আইএস জিহাদিরা সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এই জঙ্গি তৎপরতার জবাব দিতেই পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। তা শনিবারও অব্যাহত ছিল। এছাড়া স¤প্রতি সিরিয়ার মরুভ‚মিতে ইসলামিক স্টেটের জিহাদিদের নির্মুলে অভিযান চালাচ্ছে শিয়াপন্থী সশস্ত্র বাহিনী। এতে এখন পর্যন্ত ১৪৫ ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনের বেশি আইএস জিহাদি প্রাণ হারিয়েছে। খবরে বলা হয়, সিরিয়ার মরুভ‚মি এলাকায় আইএসর ২১ সদস্য নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব বিমান হামলা চালানো হয়। একটি মানবাধিকার সংস্থার দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত ২৪ ঘন্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে। সংস্থাটি আরও জানায়, আইএস জঙ্গিরা শুক্রবার সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে। স¤প্রতি বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভ‚মি অঞ্চলে আইএস ও রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এসব সংঘর্ষে সহস্রাধিক সরকারি সেনা নিহত হয়েছে। এছাড়া ১৪৫ জন ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনেরও বেশি আইএস জঙ্গিও প্রাণ হারিয়েছে। আল-এরাবিয়া, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ