Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা কমিটি পুর্নগঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৫০ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার বৈঠক আজ রোববার সিদ্দিরগঞ্জ বাজার মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক।
অনুষ্ঠিত শূরায় মুফতি সিদ্দিকুর রহমান কাসেমী, হাফেজ হাবীবুর রহমান ও মাওলানা লুৎফুর রহমানকে উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদকে সভাপতি, মাওলানা এমদাদুল্লাহকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা কমিটি পুর্নগঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছে, সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল আউয়াল, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রায়পুরী, মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক কারী মুহাম্মদ উমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর, মাওলানা আবু সাআদ, বায়তুলমাল সম্পাদক হাবীবুর রহমান হিমেল, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা বাছির আহমদ, মাওলানা আব্দুর রউফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা লূৎফুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী হারুনুর রশীদ, মাওলানা আশরাফ, প্রচার সম্পাদক মাওলানা ইবরাহীম খলীল, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মোয়াজ্জেম হোসাইন, ডা. সিরাজুল ইসলাম অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা মনির হোসাইন, সদস্য মাওলানা হিজবুল্লাহ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা মাসুম বিল্লাহ (ফতুল্লা), কারী ইসহাক, মাওলানা সাহাবুদ্দিন ও মাওলানা আবু বকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কমিটি

১৩ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ