পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মশুরীখোলা দরবার শরীফের বর্তমান গদ্দীনেশিন পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান বলেছেন, আজ সারা বিশ্বে অশান্তি বিরাজমান কারন আমরা মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত মত ও পথ থেকে অনেক দূরে সরে যাচ্ছি। যার ফলে আমাদের উপর প্রতি নিয়ত বিপদ আপদ নতুন নতুন বালা মসিবত আসছে। বর্তমানে সারা বিশ্ব করোনা নামক ভাইরাসের কাছে এখনো বন্দি। একমাত্র ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। রাষ্ট্রীয় ভাবে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের সিদ্বান্তে তিনি বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই মুমিন মুসলমানের একমাত্র পাথেয়। সরকার দেশের নব্বই ভাগ নাগরিকের মনোভাবের প্রতি শ্রদ্বা দেখিয়ে এ সিদ্বান্ত নিয়েছে। সম্প্রতি ঢাকার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ (রহ.) এর ১৫১তম পবিত্র ওরস উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতির বক্তব্যে হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পবিত্র রামজান মাসকে সামনে রেখে গরীব মানুষের কথা বিবেচনা করে বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে থাকে সে দিকে সরকারের সুনজর রাখতে হবে। আল্লামা এম.এ কুদ্দুছ ও মাওলানা মুহাম্মদ নিয়ামুল ইসলামের যৌথ সঞ্চলনায় মূল্যবান আলোচনা পেশ করেন দারুল উলূম আহাসনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি আবু জাফর মো. হেলাল উদ্দিন, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারী, হাফেজ মুফতী মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, মুফতি মাওলানা আরিফুল ইসলাম কাদেরী,ড. মাওলানা শাহ্ মুহাম্মদ সাইফুজ্জামান, সৈয়দ শাহ্ এমরান ও মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ। প্রথম অধিবেসনে মাহফিল ও দরবার শরীফের জিকির পরিচালনা করেন মশুরীখোলা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহেবের ছোট সাহেবজাদা ও মশুরীখোলা আন্জুমানে আহ্সানিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক হযরত । আখেরী মোনাজাত পরিচালনা করেন গদ্দিনেশীন পীর সাহেব। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।