Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এশকে এলাহির পূর্ব শর্ত এশকে রাসুল (সা.)

জৈনপুরী পীর সাহেব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

লালমাটিয়া রাহমানিয়া জৈনপুরী খানকা দরবার শরীফের মাসিক দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও তাফসীর করেন- আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী রওশন আরা নুরির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক বিজয় বাংলাদেশের প্রকাশক তেপান্তর গ্রুপের চেয়ারম্যান আলহাজ ড. এরশাদুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন বৈজ্ঞানিক সরওয়ারসহ বহু ওলামায়ে কেরাম। তাফসীর করেন সৈয়দ মিশকাতুর রহমান জৈনপুরী ও শিশুবক্তা সৈয়দ হুমাইয়াদ মাবরুক জৈনপুরী।
বয়ানে জৈনপুরী পীর সাহেব বলেন, এশকে মুর্শিদ ছাড়া এশকে রাসুল সৃষ্টি হবে না এবং এশকে রাসুল ছাড়া এশকে এলাহী হাসিল হবে না। সুতরাং এশকে এলাহীর পূর্ব শর্ত এশকে রাসুল (সা.)। বর্তমান আখেরি জামানায় বিভিন্ন ফেরকা বের হয়ে মানুষকে পথভ্রষ্ট করে ফেলতেছে। বাংলাদেশ পীর ওলীদের দেশ। পীর ওলীদের উছিলায় আল্লাহ তায়ালা বাংলাদেশকে করোনামুক্ত করিতেছেন। আসুন! আমরা হাক্কানী, বিদ্বান এবং পরহেজগার ওলীদের ওছিলা নিয়া তৌবায়ে নাছুহা করে আল্লাহর পথে ফিরে আসি। অন্যথায় আল্লাহর গজব থেকে কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। অবশেষে পীর সাহেব তার প্রতিষ্ঠিত উক্ত মহিলা কামিল মাদরাসায় ভর্তি হইলে ছাত্রীদের থাকা-খাওয়া ফ্রি করে দিবেন বলে ঘোষণা দিয়ে আখেরি মুনাজাত করেন। যোগাযোগ : ০১৭৩২৩০২২৮৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশকে এলাহির পূর্ব শর্ত এশকে রাসুল (সা.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ