পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী বলেছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেই একজন মুসলমানের দায়িত্ব শেষ নয়। মহানবী (সা.) এর যথাযথ অনুসরণ, তাঁর আদর্শের বাস্তবায়ন করাই মুমিনের দায়িত্ব।
গতকাল লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি ওসমানীনগর আয়োজিত ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী ও সহকারী শিক্ষক শুহেদ আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিফায়ে ফুলতলী হুসাইন আহমদ রহিমপুরী, হলিয়ারপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ফজলুর রহমান চৌধুরী, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রভাষক মাওলানা মুহিবুর রহমান, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুলতান আহমদ, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকার শিক্ষক মাওলানা শাহিদ আহমদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।