গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটুক্তির বিষয়ে ডিজিটাল আইন হয়েছে। আল্লাহ রাসূল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের বিষয়ে সর্বোচ্চ শাস্তির আইন করলে নাস্তিক, মুরতাদ, বøগার ও ইসলামবিরোধীরা কুটক্তির সাহস পেত না। নেতৃদ্বয় আরো বলেন, বঙ্গবন্ধুর কটুক্তির বিষয়ে যাবজ্জীবন কারাদÐ ও ১ কোটি টাকা জরিমানার আইনের খসড়া অনুমোদন করা হলেও আল্লাহ ও বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আল্লাহর মনোনীত ইসলাম নিয়ে কটুক্তির সর্বোচ্চ শাস্তির বিধান পাশ না করে দুই মাস কারাদÐ ও দুই লাখ টাকা জরিমানার আইনে ইসলামের দুশমনরা আরো প্ররোচিত হবে। সরকারের এ অবস্থানের দ্বারা রাসূল (সা.) ও ইসলামকে খাটো করা হয়েছে। নাউজুবিল্লাহ! অথচ আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা তৎক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের পিতা-মাতা, ছেলে-সন্তান এমনকি তোমাদের জান এবং মাল থেকে বেশি মহব্বত না করবে।’
তাই সরকারের উচিত কটাক্ষ বন্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অবিলম্বে আইন পাশ করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।