Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম


বন্যা জাকার্তায়
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হঠাৎ করেই বন্যার কারণে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মধ্যে এক হাজার তিনশ ৮৮ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার কারণে এক হাজারের মানুষ ঘরছাড়া হয়ে গেছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে। জাকার্তায় প্রায় এক কোটি মানুষের বসবাস। শনিবার সেখানকার দক্ষিণ ও প‚র্বাঞ্চল থেকে বন্যার কারণে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্স।


পদত্যাগ
ইনকিলাব ডেস্ক : টিকা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী। যারা উপযুক্ত নন, তারাও বিশেষ ব্যবস্থার মাধ্যমে টিকা নিচ্ছেন; এমন খবর সামনে আসার পর পদত্যাগ করলেন তিনি। শুক্রবার সকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ের দুটি স‚ত্র জানায়, যথাযথ প্রক্রিয়া ছাড়াই অন্তত ১০ জন করোনার টিকা নিয়েছেন, গণমাধ্যমে এমন অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করার আহবান জানান। টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রবীণ সাংবাদিকও আছেন। আনাদোলু।


‘বিকল্প’
ইনকিলাব ডেস্ক : হোয়াটসঅ্যাপের বিকল্প আনতে সক্রিয় হয়েছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। নেটমাধ্যমে মেসেজে যোগাযোগের নতুন অ্যাপ আনার বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলে সরকারের একটি সূত্রে জানা গিয়েছে। ‘সংবাদ’ এবং ‘সন্দেশ’ নামে দু’টি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ নিয়ে পরীক্ষার ইতিমধ্যেই ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে।
অ্যাপ দু’টির সাহায্যে চ্যাট এবং কল (সরাসরি কথা বলা) করা যাবে বলে জানা গিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

৫২টি তিমি
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ব্যাঙ্কালানের সমুদ্র সৈকতে আটকা পড়ে ৫২টি তিমি মারা গেছে। ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতে কূলে এসে আটকা পড়া তিমিগুলো ফিরতে না পেরে প্রাণ হারিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণে ডেনপাসার উপকূল ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কার্যালয়ের সদস্যরা চিকিৎসক, যন্ত্রপাতি, পূর্ব জাভা মেরিটাইম এবং ফিশারিজ এজেন্সি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে উপকূলে জড়ো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভাটার সময় কয়েক ডজন তিমিকে সমুদ্র উপকূলে পড়ে থাকতে দেখা গেছে। সিনহুয়া।


কাবুলে নিহত ৫
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার তিনটি বোমা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন। রাজধানীর দারুল আমান সড়কে শনিবার সকালে এ সব বোমা হামলার ঘটনা ঘটে। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদেভস ফারামার্জ জানান, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আনাদোলু।

 

ক্ষেপণাস্ত্র মোতায়েন
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীনের আটটি যুদ্ধ বিমান প্রবেশ করার পর ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে নতুন প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তাইওয়ান । শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনের চারটি জে-১৬এস, চারটি জেএইচ-৭এস ছাড়াও একটি ইলেক্ট্রনিক যুদ্ধবিমান তাইওয়ান নিয়ন্ত্রিত প্রতাস দ্বীপের কাছ দিয়ে উড়ে যায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তাইওয়ান তড়িঘড়ি করে রেডিও সতর্কতা জারি করে এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন
করা হয় কার্যকলাপ তদারক করতে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ