বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সেফটি ট্যাংকির গর্ত খোঁড়ার সময় মাটিচাপা পড়ে কান্ত রায় (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন শ্রমিক।
শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের জগথা (শান্তিবাগ) মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার খনগাঁও ইউনিয়নের জনগাঁও তরলা গ্রামের দীপ্ত রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তিবাগ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংকির গর্ত খুড়ার সময় হঠাৎ গর্তের চারপাশ ধ্বসে যায়। গর্তের ভিতরে কান্ত রায় বাদে আরও ৩ শ্রমিক ছিল। এতে তাদের উপর মাটি চাপা পরে। তাৎক্ষনিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক কান্ত রায়কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।