Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ৩ তলা ভবন ধস

পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

কেরানীগঞ্জে ৩ তলা একটি আবাসিক ভবন পুকুরে ধসে পড়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মধ্য চড়াইল এলাকায় ওই ভবনটি পুকুরে পুরোপুরি হেলে পড়ে। এসময় ভবনে থাকা ৭ বাসিন্দার মধ্যে ২ জন বেরিয়ে আসতে সক্ষম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে এবং ভবনে আটকে পড়া বাকি ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বাসিন্দারা জানান, পুকুরের পাড়ে কয়েকটি পিলারের ওপর ভবনটি নির্মাণ করা হয়েছিল। ওই পুকুরের পাড়ে এরকম আরও কয়েকটি ভবন রয়েছে। সবগুলো ভবনই নিয়ম বহিভর্‚তভাবে নির্মিত হয়েছে। চরম নিরাপত্তা ঝুঁকি নিয়ে তৈরি এসব ভবনের মধ্যে জানে আলমের মালিকানাধীন ৩ তলা বাড়িটি পুকুরের মধ্যে পুরোপুরি হেলে পড়েছে। ভবনটিতে জানে আলমের পরিবার থাকতো।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, সামান্য কয়েকটা পিলারের ওপর বাড়িটি নির্মাণ করা হয়েছিল। যার কারণে এটি ধসে পড়েছে। ভবনটি হেলে পড়ার সময় পাশের দুটি ভবনেও ফাটল দেখা দিয়েছে। আমরা তাৎক্ষণিক ওই দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সেখানকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ভবনের মধ্যে আটকে পড়া ৫ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। তিনি আরও জানান, যথাযথ নিয়ম না মেনে ভবনটি পুকুর পাড়ে তৈরি করা হয়েছিল। নরম মাটি এবং পিলারের ওপর থাকায় বাড়িটি পুকুরের মধ্যে হেলে পড়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বাড়ি মালিকের দেয়া তথ্য অনুযায়ী ভবনে ৭ জন ছিলেন। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন নারী ও একজন শিশু। তারা সবাই বাড়ি মালিকের পরিবারের সদস্য। কোনো ভাড়াটিয়া ভবনে ছিলেন না। উদ্ধার হওয়া সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

এদিকে, ভবন ধসের ঘটনায় আশপাশের পাঁচটি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার সানজিদা আক্তার (দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পাঁচটি ভবন পরিত্যক্ত ঘোষণা করেন।

এসময় সহকারী কমিশনার সানজিদা আক্তার বলেন, উল্টে যাওয়া ৩ তলা ভবনটির আশপাশের পাঁচটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে সেগুলো সিলগালা করে দেয়া হয়েছে। যে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে সেগুলোর তিনটি দোতলা। দুটি একতলা। এর মধ্যে একটি একতলা আধাপাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ