বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভিজিত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের সাজা রহিত করে তাদের দ্রুত জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান।
তিনি বলেন, মামলার প্রধান সাক্ষি অভিজিতের স্ত্রীর বক্তব্যে মামলার সঠিক তদন্ত নিয়ে প্রশ্ন আছে। সরকারের কাছে আমাদের জোর দাবি, মজলুম আশেকে রাসূল (সা.) ভাইদের কারাদ- রহিত করে তাদেরকে দ্রুত জামিনে মুক্তি দিন- যেহেতু দৃশ্যত উপযুক্ত সাক্ষী কর্তৃক তাদের সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে বলে মনে করা যাচ্ছে না।
তিনি বলেন, অভিজিৎ পরিচালিত ইসলামবিরোধী মুক্তমনা ব্লগের কর্মকা- সম্পর্কে সব জেনেও সরকার তখন ব্যবস্থা নেয়নি। এর ফলে রাসূল (সা.) প্রেমিকদের হৃদয় রক্তাক্ত হওয়ায় তারা সংক্ষুব্ধ হয়ে উঠেছিল। সরকার যথাসময়ে অবমাননাকারীদের ব্যাপারে আইনগত পদক্ষেপ নিলে আর একের পর এক আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটতো না।
স্বয়ং প্রধানমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে রাসূলকে (সা.) গালি দেওয়া নোংরামি বলে সাব্যস্ত করেছিলেন এবং তথাকথিত মুক্তচিন্তার সমালোচনা করেছিলেন। মতপ্রকাশের স্বাধীনতার মানে এই নয় যে, কেউ রাসূল (সা.)-এর অবমাননা করে তার আশেক মুমিন মুসলমানের অন্তরে আঘাত দিবে। #র ই সেলিম ১৯/০২/২০২১ইং
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।