বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ‘স্বাস্থ্যকর শহর : খুলনা সিটি কর্পোরেশনে সুস্বাস্থ্য ও কল্যাণে নগর প্রশাসন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘স্বাস্থ্যকর শহর উপদেষ্টা কমিটির’ প্রথম সভা খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্বাস্থ্যকর শহর বাস্তবায়নে সব দফতরের সহযোগিতা প্রয়োজন। সকল কাজ কেসিসি’র একার পক্ষে করা সম্ভব নয়। খুলনার ৩৬টি সরকারি দফতরের কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে একটি খসড়া রিপোর্ট স্বাস্থ্যকর শহর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট পেশ করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা একেএম আব্দুল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা।
সভায় সরকারি দফতরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য অধিদফতর, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও খুলনা সিটি কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।