মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পানির ব্যবসা
ইনকিলাব ডেস্ক : পোর্টফোলিও ঢেলে সাজাতে উত্তর আমেরিকার খাবার পানির ব্যবসা বিক্রি করে দিচ্ছে নেসলে এসএ। সুইস খাদ্য জায়ান্ট মার্কিন বেসরকারি-ইক্যুইটি ফার্ম ওয়ান রক ক্যাপিটাল পার্টনার্স ও মেট্রোপোলস অ্যান্ড কোল্ড এর কাছে ৪৩০ কোটি ডলারে এ ব্যবসা বিক্রি করতে সম্মত হয়েছে। নেসলে একটি বিবৃতিতে জানিয়েছে, এ বিক্রির মধ্যে পোল্যান্ড স্প্রিংসহ প্রতিষ্ঠানটির পাঁচটি স্প্রিং পানির ব্র্যান্ড, তিনটি মাউনটেন পানির ব্র্যান্ড, পরিশোধিত পানির ব্যবসা এবং যুক্তরাষ্ট্র ও কানাডার পানির পরিষেবা সরবরাহ সংস্থা রেডিরিফ্রেশ অন্তর্ভুক্ত রয়েছে। এএফপি।
প্রতিশ্রুতি রাখেনি
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের জন্য প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত, জামীর কাবুলভ বলেছেন, তালিবানরা যুদ্ধ বন্ধে, ২০২০ সালের যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি নিখুঁতভাবে পালন করে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র, বারংবার হামলা চালিয়ে সেই প্রতিশ্রুতি রাখছে না এবং চুক্তি লঙ্ঘন করে চলেছে। তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি পালন করার আবেদন জানান। ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে আফগান পরিস্থিতি ও জোট সেনাদের প্রত্যাহারের আলোচনার প্রাক্কালে, রাষ্ট্রদূত কাবুলভ, এমন মন্তব্য করেন। ভিওএ।
চুরির দায়ে
ইনকিলাব ডেস্ক : সারা বিশ্বের বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গ্রেফতার না থাকা এই তিন উত্তর কোরীয় নাগরিককে ক্ষতিকর ক্রিপ্টোকারেন্সি কর্মস‚চি চালানোর অভিযোগও আনা হয়েছে। এছাড়া অর্থ পাচারে অভিযুক্ত হয়েছে এক কানাডীয়-মার্কিন নাগরিক। ২০১৭ সালে ওয়ান্না ক্রাই সাইবার হামলার অংশ নেওয়ায় এসব ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। বিশ্ব জুড়ে চালানো ওই হামলায় বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা জাতীয় পর্যায়ে আক্রান্ত হয়। বিবিসি।
গুলিবিদ্ধ ৮
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাস এবং সাবওয়ে স্টেশনের কাছে বন্দুকধারীর গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধারের পাশাপাশি এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের বয়স ১৭ থেকে ৭১ বছর বলে জানা গেছে। পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে শহরটির উত্তরাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে। কোনকিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারী সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালায় বলে জানা গেছে। রয়টার্স।
ভূমিকম্প লাদাখ-মহারাষ্ট্রে
ইনকিলাব ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারত শাসিত অঞ্চল লাদাখ। বৃহস্পতিবার সকালে লাদাখে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৭ মাত্রার। একইদিনে মহারাষ্ট্রের পালঘর জেলায়ও ভূকম্পন অনুভূত হয়। সেখানের ছিল ৩.১ মাত্রার। তবে লাদাখ অথবা মহারাষ্ট্র, কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭.৩৯ মিনিট নাগাদ ৩.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত লাদাখে। ভূমিকম্পের উৎস্থল ছিল কার্গিল থেকে ২৭০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ৩৬.৬২ অক্ষাংশ এবং ৭৪.৫৬ দ্রাঘিমাংশ। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।