বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক আরোহীসহ ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় মটর সাইকেলে থাকা আরোও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছে। নিহতদের পরিচয়ে জানা গেছে, তারা ২ জনই উপজেলার ৮নং ধর্ম্মপুর ইউপির ধর্ম্মপুর বড় হিন্দু পাড়া গ্রামের নিতাই বর্ম্মন ওরফে হাগুর পুত্র মটর সাইকেল চালক স্বাধীন বর্ম্মন (২৬) ও কাইচালু বর্ম্মনের পুত্র মটর সাইকেল আরোহী কার্তিক বর্ম্মন (১৭)। এঘটনায় আহত, একই গ্রামের পরেশ বর্ম্মনের পুত্র মটর সাইকেল আরোহী সুমন বর্ম্মন (১৪)।
এলাকাবাসী অনেকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে রাণীপুর গ্রাম হতে একটি ৮০ সি সি লাল রংয়ের মটর সাইকেলে করে তারা ৩ জনে বাড়ীর দিকে আসার পথে রাণীপুর আদিবাসী সমাধীস্থানের নিকট অপরদিক হতে যাওয়া একটি দ্রæতগামী রেজিঃ বিহীন ট্রাক্টর মটর সাইকেলটিকে স্বজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল চালক স্বাধীন বর্ম্মনের মৃত্যু হয়। ঘটনায় গুরুত্বর আহত মটর সাইকেল আরোহী কার্তিক বর্ম্মন ও সুমন বর্ম্মনকে দিনাজপুর এমএআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কার্তিক বর্ম্মনকে মৃত বলে ঘোষনা করেন। আহত সুমন ওই সাপাতালে চিকিৎস্যাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা ঘাতক ট্রাক্টরটিকে সনাক্তের চেষ্টা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।