Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা প্রেসক্লাবে ভারতীয় সহকারী হাই কমিশনারের মতবিনিময়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৪৪ পিএম

ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রাইনা আজ বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য দেবব্রত রায়, সুনীল কুমার দাস, এ এইচ এম শামিমুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান ও পলাশ দত্ত, ইউজার সদস্য হেলাল মোল্লা, মো: রায়হান মোল্লাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় শেষে তিনি খুলনা প্রেসক্লাবকে আধুনিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ