নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আলগা রক্ষণ, বিবর্ণ মাঝমাঠ ও আক্রমণভাগ- প্রথমার্ধে এমনই ছন্নছাড়া জুভেন্টাসকে পেয়ে শুরুতেই গোল আদায় করে নিলো পোর্তে। প্রথমার্ধের শেষদিকে আরেকটি গোল আদায় করে আভাস দিয়েছিল বড় অঘটনেরই।
সেখান থেকে বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল জুভরা। কিন্তু উজ্জীবিত পোর্তোর বিপক্ষে পেরে উঠল না দুবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। শেষ দিকে মূল্যবান অ্যাওয়ে গোলটি শুধুই সান্ত্বনা হয়ে রইলো ক্রিস্টিয়ানো রোনালদোদের।
শিরোপা প্রত্যাশীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে রইলো পর্তুগালের দলটি। নিজেদের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে পোর্তো।
স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন মেহদি তারেমি ও মুসা মারেগা। জুভেন্টাসের হয়ে একমাত্র গোল শোধ দেন ফেডেরিকো চিসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।