মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টিকা ফেরত
ইনকিলাব ডেস্ক : ভারতকে ১০ লাখ ডোজ করোনার টিকা ফেরত নিতে বলেছে দক্ষিণ আফ্রিকা। দ্য ইকোনমিক টাইমস পত্রিকার খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ১০ লাখ ডোজ করোনার টিকা পাঠায় ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে আরও ৫ লাখ ডোজ টিকা পাঠানোর কথা সেরামের। কিন্তু এখন সেরামকে টিকা ফেরত নিতে বলছে দক্ষিণ আফ্রিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা ভারতে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। রয়টার্স।
অস্বীকার রাশিয়ার
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্যারিসের এ সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। দাবি করেছেন, তার দেশ কোনও ধরনের সাইবার অপরাধে জড়িত নয়। দিমিত্রি পেসকভ বলেন, বহুদিন ধরে সাইবার হুমকি মোকাবিলা করার আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার দাবি জানিয়ে আসছে রাশিয়া। আরটি।
নাৎসি কায়দায়
ইনকিলাব ডেস্ক : ভারতের অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য কারা চাঁদা দিচ্ছেন আর কারা দিচ্ছেন না, নাৎসি কায়দায় তা চিহ্নিত করে রাখছে আরএসএস। এমন অভিযোগ করেছেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও জনতা দল সেকুলারের নেতা এইচ ডি কুমারাস্বামী। আরএসএসের পক্ষ থেকে অবশ্য এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলা হয়েছে, এই অভিযোগের জবাব দেওয়ারও কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় বাবরি মসজিদের ধ্বংসস্তূপের ওপর যে রামমন্দির বানানো হচ্ছে তার জন্য সারা দেশজুড়ে অর্থ সংগ্রহ অভিযান চালাচ্ছে একটি ট্রাস্ট। বিবিসি বাংলা।
ইসরাইলের বাধা
ইনকিলাব ডেস্ক : পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় করোনা ভাইরাসের দুই হাজার ডোজ টিকা দিয়েছিল রাশিয়া। যা সেখানে পৌঁছাতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে। জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী। হারেৎজ।
বিলুপ্তির মুখে
ইনকিলাব ডেস্ক : চীনের অনেক আঞ্চলিক ভাষা এখন বিলুপ্তির মুখে। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন আটলাস অব দ্য ডেঞ্জার এর উপর ভিত্তি করে ওয়েবসাইট ওয়ার্ডফাইন্ডারের সমীক্ষা অনুসারে, ২৫ টি ভাষা এখন বিপন্ন। ভাষা বিলুপ্ত হওয়ার তালিকায় চীনের অবস্থান এখন সপ্তম। এই তালিকায় আরো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮২টি, ব্রাজিলের ৪৫টি, অস্ট্রেলিয়ার ৪২টি, ভারতের ৪১টি, ইন্দোনেশিয়ার ৩২টি এবং কানাডার ৩০টি ভাষা। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বিশ্বে এখন ৬ থেকে ৭ হাজার ভাষা আছে। ১০০ বছর আগে যার সংখ্যা ১০ হাজার ছিল বলে মনে করা হতো। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।