বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ৫/৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিক মো.কামাল বেপারী । সে একজন ওষুধ ব্যবসায়ী । এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুজন চক্রবর্তী জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাড়ীর দড়জা তেমন ভাল ছিল না। দুর্বৃত্তরা ওই দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ীর মালিকের ভাষ্যঅনুযায়ী নগদ ৩৭ হাজার টাকা সহ মহিলাদের কানের দুল, আংটি এবং মোবাইল সেট নিয়ে যায় । তবে স্বর্নের পরিমান কতটুকু ছিল তা তিনি বলতে পারেনি।
বাড়ীর মালিক মো: কামাল বেপারী জানান, দুর্বৃত্তরা মুখোশ পড়া বিধায় চিনতে পারেনি। তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা স্বর্নালংকার ও মোবাইল সেট লুট করে নেয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।