Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় নেটিজেনদের অভিনন্দন

সোশাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৩:৩০ পিএম

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। এতে খুশী প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেই। তারা এই উদ্যোগের জন্য মন্ত্রীপরিষদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় গত সোমবার (১৫ ফেব্রুয়ারি)। এতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সরকারের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামাল উদ্দীন লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
কিন্তু আমাদের দেশের কিছু লোক ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী পালন না করে, বছরের অন্য যে কোনো সময় পালন করে এবং ঈদে মিলাদুন্নবী পালনের নামে স্টেজ করে গান বাজনা করে। এই সব করে এই দিনটির পবিত্রতা নষ্ট করছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমিন।’’

মোঃ সুমন আহমাদ লিখেছেন, ‘‘আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ (সাঃ) এর উত্তম চরিত্র, উত্তম আদর্শ রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা হোক। কোনো নাস্তিক, ইহুদিরা.. যেন এই বাংলার জমিনে আমাদের নবীর আদর্শ এবং চরিত্র নিয়ে কটুক্তি করতে না পারে..।’’

হাবিবুর রহমানের মন্তব্য, ‘‘বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে এসেছেন আমাদের রহমত হিসেবে। তাই বিশ্ব নবীর আগমনের দিনটিকে সরকারিভাবে স্বীকৃতি দেবার জন্য এদেশের ধর্মপ্রাণ মুসলমানগন বহুদিন যাবত দাবি করে আসছে, দীর্ঘদিন পরে হলেও এ দিনটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ।’’

আফসিয়া তামান্না অন্তরা লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। ইসলামের বিজয় হবে একদিন সবখানেই। দুনিয়াতে ইসলামই হবে একমাত্র শান্তির ধর্ম আর শাসনব্যবস্থা ইনশাআল্লাহ।’’



 

Show all comments
  • শেখ মুহাম্মদ মনির হোসাইন ২৮ মার্চ, ২০২১, ৭:১৫ পিএম says : 0
    দয়াল নবীজির শুভাগমণে কুল কায়িনাত আনন্দিত হয়েছে৷ মক্কার মানুষ এ বৎসরের নামকরণ করেন "সানাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ" অর্থাৎ সজীব সঞ্জিবনী ও আনন্দের বৎসর৷ সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নবীজির শুভাগমণের দিনকে জাতীয় দিবসের মর্যাদা প্রদান করার জন্য৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ