Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে যুবক খুন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ পিএম

যশোরে শহরের ঘোপ জেল রোড বউবাজারে পূর্বশত্রুতার জের ধরে পারভেজ (২৫) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে খুন করে। পারভেজ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের তোতা মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার নেশাকরা নিয়ে পারভেজের সাথে নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টুর তর্কবিতর্ক হয়। ওই চারজন পারভেজকে দেখে নেয়ার হুমকি দেয়। মঙ্গলবার রাতে পাারভেজসহ ২/৩ জন বউবাজারের শিকদারের বাড়ির সামনে বসে ছিলো। এসময় নুরআলম, বুদ্দিন, শাহিন, ও নান্টু ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে পারভেজের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা পাভেজের বুকে, পেটে, ও হাতে উপর্যুপুরি ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুত্বর জখম করে। হাসপাতালে নেয়ার পথে পাভেজ মারা যান।

ডিবি পুলিশের ওসি সোমেন জানান, হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধীদের আটকের জন্য অভিযান চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ