বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালে আগামীকালের বিভাগীয় সমাবেশ সফল করতে মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার অভিযোগ করেছেন, সরকার সংসদ, সিটি ও পৌর নির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী বলেন, দেশে শক্তিশালী বিরোধী দল দরকার। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মুখে এ কথা বললেও কাজের সঙ্গে তার মিল নেই। তাই দেশবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি প্রত্যেক বিভাগে সমাবেশ করছে বলেও জানান সারোয়ার।
মুজিবুর রহমান সারোয়ার বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাতে আগামীকাল বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৬টি সিটি নির্বাচনে বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থীরা বিভাগীয় সমাবেশে অংশ নেবেন বলেও জানান তিনি।
পরে সারোয়ার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।