Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৫ রুপিতে খাবার প্রকল্প শুরু মমতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কর্নাটকের ইন্দিরা ক্যান্টিন, তামিল নাড়ুর আম্মা ক্যান্টিনের মতো স্বল্প মূল্যে খাবার সরবরাহ করতে ‘মা কিচেনস’ নামের একটি প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মধ্যে উচ্চ ভর্তুকির মাধ্যমে খুব কম মূল্যে (৫ রুপিতে) পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে। তবে এটিকে নির্বাচনি প্রকল্প আখ্যা দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তবে তৃণমূল কংগ্রেস নেতারা এর জবাবে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনের আগে বেশ কিছু অবকাঠামো প্রকল্প চালু করছেন। স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মা কিচেনস প্রকল্পের মাধ্যমে মাত্র পাঁচ রুপিতে ভাত, সবজি, ডাল ও ডিম রান্না করে খাওয়ানো হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে প্রকল্পটি চালুর ঘোষণা দিয়ে মমতা বলেন, ‘এটা মায়ের রান্নাঘর। আমরা আমাদের মাকে নিয়ে গর্ব করি। মা যেখানেই থাকে, সেখানেই ভালো কিছু হয়। আমরা সব মায়েদের প্রণাম জানাই।’ মমতার শুরু করা ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের পর তৃতীয় বড় প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছে মা রান্নাঘর। আপাতত কলকাতায় এই প্রকল্প শুরু হলেও পরে তা পুরো রাজ্যে স¤প্রসারিত হবে। এর সুবিধাভোগীরা আশা করছেন, পুরো বছর জুড়ে এই প্রকল্প চালু থাকবে। এক সুবিধাভোগী বলেন, ‘সকালেই কাজে বেরিয়ে যেতে হয়। যদি পাঁচ রুপিতে খাবার পাওয়া যায়, সেটা আমার ভাগ্য।’ আরেক সুবিধাভোগী বলেন, ‘ভাত আর সবজি খেলেও ২৫ রুপি লাগে। মাত্র পাঁচ রুপিতে খাবার পাওয়া অবিশ্বাস্য। সারা বছর ধরে এটা পাওয়া গেলে খুব ভালো হয়।’ পশ্চিমবঙ্গ সরকারের এই ঘোষণার পর ক্ষমতাসীন তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলিপ ঘোষ বলেন, ’পশ্চিমবঙ্গের মানুষের কাছে খাবার কেনার টাকা নেই। সেই কারণে পাঁচ রুপিতে খাবার দিতে মা ক্যান্টিন চালু করা হচ্ছে। তিনি (মমতা) নিজের ব্যর্থতার প্রমাণ করেছেন। মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে আর তিনি তাদের পাঁচ রুপিতে খাবার দিচ্ছেন।’ পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ কেবল নির্বাচন এলেই পশ্চিমবঙ্গকে স্মরণ করে বিজেপি। পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফরহাদ হাকিম বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কেন বারবার প্রধানমন্ত্রী সফর করছেন? এখানে প্রকল্প উদ্বোধন করতে আসছেন তিনি। তারা অপ্রাসঙ্গিক প্রশ্ন তুলছেন যার কোনও অর্থ নেই। এটা নির্বাচনি থালা নয়। কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী প্রকল্পগুলো ভালোভাবে কাজ করছে। উল্লেখ্য, এই বছরের মার্চ-এপ্রিলে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এই মাসের শেষে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনের তৃণমূল কংগ্রেসকে হটিয়ে রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্য নির্ধারণ করেছে বিজেপি। আর তাদের প্রতিহত করতে জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ