Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ফেসবুকে জাতীয় পার্টির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে থানায় জিডি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১:৩৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আলমগীর কবির মজুমদারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জাতীয় পার্টি। মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারস্থ জাপা’র অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী। এরআগে কয়েকটি ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় একটি জিডি করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, সহ-সভাপতি হাফেজ নজির আহম্মেদ, মাওলানা ছায়েদ আহম্মদ, পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মদ, সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি শাহাদাত হোসেন পিন্টু, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শাওন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ ভুঁইয়া, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মহসিন, সহ-সভাপতি শরিফুর রহমান, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোফায়েল আহম্মদ, ঘোলপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিন, বাতিসা ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবু ছায়েদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী বলেন, জাতীয় পার্টির অফিসিয়াল কোন ফেসবুক একাউন্ট নেই। কিন্তু গত কয়েক দিন যাবৎ একটি কু-চক্রী মহল আলহাজ¦ আলমগীর কবির মজুমদারকে জড়িয়ে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি (ছাত্রসমাজ), জাতীয় পার্টি চৌদ্দগ্রাম নামে একাধিক ফেইক ফেসবুক একাউন্ট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবে বলে উল্লেখ করে প্রচার করা যাচ্ছে। যা আদৌ সত্য নয়। জাতীয় পার্টি মহাজোটের অন্যতম শরিক দল। তারই অংশ হিসেবে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির পরামর্শক্রমে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি আলহাজ¦ আলমগীর কবির মজুমদারের দিক নির্দেশনায় শান্তিপূর্ণ ভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মহাজোটের অংশ হিসেবে আলহাজ¦ আলমগীর কবির মজুমদারের নির্দেশে সদ্য সমাপ্ত চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোননীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরুর সকল নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করে। তিনি আগামী সংসদ নির্বাচন নয় শুভপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর নির্বাচনী বাধাগ্রস্থ করতে এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে সম্পর্কের অবনতি ঘটাতে একটি কু-চক্রী মহল এই সকল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার প্রতিবাদে ফেসবুক আইডিগুলোর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানায় জিডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ