Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ী ছেড়ে পালিয়ে থানায় জিডি

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে এক মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকি প্রদান করায় গতকাল রোববার ধামরাই থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। জানা গেছে, উপজেলার বালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলী হোসেন তার ক্রয়কৃত জায়গার মধ্যে কয়েক বছর পূর্বে কাঠ গাছ রোপণ করে। বর্তমানে গাছগুলি বেশ বড়ও হয়েছে। এরই মধ্যে জায়গা দখলে নেয়ার জন্য একই গ্রামের প্রতিবেশী শতকত আলীর লোকজন রাতের আঁধারে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলে। মুক্তিযোদ্ধা আলী হোসেন এ গাছ কাটার প্রতিবাদ করলে উল্টো প্রতিপক্ষের লোকাজন নানা ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আলী হোসেন ও তার স্ত্রী জানান, তারা ঢাকায় বসবাস করছে দীর্ঘদিন ধরে। ফাঁকা বাড়ী পেয়ে তাদের ১২ শতকের জমির উপর কাঠগাছ কেটে ফেলেছে। এ সংবাদ পেয়ে গ্রামের ধামরাইয়ে বালিয়া গ্রামে নিজ বাড়ীতে গেলে তাদের উপর হুমকি প্রদান করে বলে জানিয়েছেন। পরিবারটি ভয়ে বাড়ী ছেড়ে পালিয়ে এসে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।  ডায়েরী নং ৩১২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাড়ী ছেড়ে পালিয়ে থানায় জিডি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ