বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে পানির নলকূপ বসাতে গিয়ে বিদ্যুতের লাইনে লোহার পাইপ পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে পাঁচ শ্রমিকের শরীর। এতে জাতীয় গ্রিডের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সোমবার দুপুরে নরোত্তমপুরের রশিদের ট্যাক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হচ্ছেন, আবু ইউছুফ (২০), রিপন (২৪), নূর আলম (২০), ইসমাইল হোসেন (১৯) ও রুবেল হোসেন (৩০)। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা জানান, সকাল থেকে উপজেলার নরোত্তমপুরের রশিদের ট্যাক এলাকার বিপ্লব নামের এক ব্যক্তির বাড়ীতে পানির জন্য গভীর নলক‚প স্থাপনের কাজ করছিলেন তারা। কাজ করার এক পর্যায়ে নলকূপের কাজে ব্যবহৃত একটি লোহার পাইপ কাত হয়ে পাশ্ববর্তী বিদ্যুতের লাইনের ওপর পড়ে। পাইপটি বিদ্যুতের লাইনের ওপর থেকে দ্রুত তুলতে গেলে সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তাদের পাঁচ জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মো. আবদুল আজিম বলেন, বিদ্যুতে পাঁচ জনের হাত, পা সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। হাসপাতালে ভর্তির পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চৌমুহনী সাব-স্টেশনের উপ-সহকারি প্রকৌশলী তানভীর হোসেন জানান, দুপুরের ওই দুর্ঘটনার সাথে সাথে বিউবোর ১ লাখ ৩২ হাজার কেভিএ গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক বিদ্যুৎ বিভাগের লোকজন গিয়ে লাইনের ওপর পড়া পাইপটি সরিয়ে নেন। প্রায় ৩০-৪০ মিনিট পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর পুনঃরায় সচল করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।