Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজেপিতে ভাঙন, তৃণমূলে গেলেন মোর্চার ২ নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভোটের পশ্চিমবঙ্গে অব্যাহত দলবদলের খেলা। একদিকে যখন রোজই ভাঙছে তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপিও ঘর সামলাতে হিমশম খাচ্ছে। রোববার দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির তফসিলি মোর্চার সহ-সভাপতি দীপক রায় এবং রাজ্য কমিটির সদস্য সুব্রত রায়। দুজনেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিন তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা। যোগ দিয়েই সাবেক দল ও নেতাদের সম্পর্কে একরাশ ক্ষোভ উগরে দেন দীপক রায়। বলেন, ‘বিজেপিই আসলে তোলাবাজদের নিয়ে কাজ করছে। রোজ তাদের দলে নিচ্ছে। দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নিয়ে শুদ্ধিকরণ করছে। যে রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে সেখানে মানুষ পরিত্রাণ চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা বাঙালির গর্ব। বিজেপিতে থেকে তফসিলিদের জন্য ভাল কিছু করা যাবে না। দিদি তফসিলিদের জন্য অনেক কিছু করেছেন।’ কিছুদিন আগে তৃণম‚লে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের শ্যালক সৃজন রায়। গত বছর রেল বোর্ড চাকরি দেয়ার নামে প্রতারণা কান্ডে নাম জড়িয়েছিল সৃজনের। সেই মামলায় রাজ্যের পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে তাকে। ১০ মাস জেলে ছিলেন তিনি। তিনি তৃণমূলে যোগ দিয়ে বলেছিলেন, ‘বর্তমানে রাজ্যে যে সংস্কৃতি চলছে তা আমাদের পরিপন্থী। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রকৃত ধর্মনিরপেক্ষ। তাই তৃণমূলে যোগ দিলাম আমি।’ ইন্ডিয়া এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃণমূল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ