Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনিস ইস্যুতে শহরজুড়ে কর্মসূচি আজ তৃণমূলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

আনিসের মৃত্যুর প্রতিবাদে আমতা থানার বাইরে ধুন্ধুমার, সিবিআই তদন্তে অনড় পরিবার। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর নেপথ্যে কারা? এই প্রশ্নের উত্তর এখনও অধরা। এরমধ্যে শহরজুড়ে আনিস খান ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করবে শহরের বুকে। তৃণমূল সূত্রের খবর, মিছিল হবে রামলীলা ময়দান থেকে গান্ধি মূর্তি অবধি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে হবে মিছিল। মিছিলে বামেদের অরাজকতা নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস। গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় আমতার ছাত্রনেতা আনিস খানের। পরিবার অভিযোগ করে, ঘটনার নেপথ্যে পুলিশ। গত এক সপ্তাহে সেই ঘটনা নিয়েই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলা। ছাত্রনেতার মৃত্যুর কারণ সন্ধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের বাবা সালাম খান ও পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার পরই সিট গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটনের নির্দেশ দেন তিনি। অন্যদিকে, সিটের তদন্ত মানতে নারাজ মৃতের পরিবার। রাজ্য পুলিশের বিরুদ্ধে তদন্ত প্রভাবিক করার আশঙ্কা প্রকাশ করেন তারা। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবিতে অনড় তারা। সব মিলিয়ে তীব্র অসন্তোষের পরিবেশ আমতা ও কলকাতা জুড়ে। দফায় দফায় বিক্ষোভে পরপর কয়েকদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে আমতা এলাকা। তদন্তে গিয়ে বারবার বাধা পান সিটের সদস্যরা। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আনিস ইস্যুতে শহরজুড়ে কর্মসূচি আজ তৃণমূলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ