Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার বোরহানউদ্দিনে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ৫:২৫ পিএম

ভোলার বোরহানউদ্দিনে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জব্বার কলেজ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি এইচ এম মোতাহর হোসেন মিয়াজির সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্যাহের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মোঃ আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ ইব্রাহিম আরিফ, এছাড়াও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আওয়ামী দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। সরকার দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে আজ ব্যর্থ হয়েছে।
তারা নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলমত দমনে উঠেপরে লেগেছে। তাই আওয়ামী দুঃশাসন থেকে জাতীকে রক্ষা করতে তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা।এদিকে ৩০ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০.০০টায় ইসলামী যুব আন্দোলন দৌলতখান থানা শাখা কর্তৃক আয়োজিত তৃনমূল সম্মেলনে মাওলানা এমদাদ উল্লাহ এর সভাপতিত্বে তৃনমূল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী বলেন, দেশের কল্যানের লক্ষ্যে সাহস নিয়ে কথা বলার হিম্মত রাখতে হবে। কারণ, আমরা মহানবীর আদর্শ বুকে নিয়ে সুস্থ রাজনিতি করি।
উক্ত তৃণমূল সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি মাওলানা শোয়াইব আহমদ
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের অন্যতম সদস্য মুফতি এমদাদুল্লাহ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সাবেক সভাপতি মাওলানা মোঃ হেলাল উদ্দিন বর্তমান সভাপতি এম কামরুল ইসলাম সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান থানা শাখার সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন নাঈম সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমাতুল্লাহ সদস্য দেলোয়ার হোসেন পাটোয়ারী এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন দৌলতখান থানা শাখার সহসভাপতি মাওলানা ইকবাল সাংগঠনিক সম্পাদ হাফেজ রায়হান ছাত্র আন্দোলন দৌলত খান থানা সাধারণ সম্পাদক এইচ এম আফনান সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ