মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩০ ঘণ্টা পর
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশের ‘ইসলাম ক্বালা’ স্থলবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকান্ড প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তবে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজিজাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিংয়ে প্রায় ৫০০ তেল ট্যাংকার ছিল যার সবই আগুনে ভস্মীভূত হয়েছে। রয়টার্স।
ভ্যাকসিন কেলেঙ্কারি
ইনকিলাব ডেস্ক : সাধারণ জনগণের আগে সরকারের কর্মকর্তাদের করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ আস্তেতে। রবিবার টুইটারে ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরু মহামারির প্রকোপে বিপর্যস্ত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। ৮ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জনগণের জন্য টিকা কর্মস‚চির কোনও তারিখ ঘোষণা না করলেও কয়েকজন সরকারি কর্মকর্তা ভ্যাকসিন নিয়েছেন। এতে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ফ্রান্স টুয়েন্টিফোর।
ব্রাজিলেও শনাক্ত
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও যুক্তরাজ্য থেকে উদ্ভ‚ত নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গুইস রাজ্যের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য দেওয়া হলে পরীক্ষায় তাদের শরীরে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্রিটিশ ভ্যারিয়েন্টের করোনা ছড়িয়ে পড়েছে। রয়টার্স।
কৃতজ্ঞতা প্রকাশ
ইনকিলাব ডেস্ক : ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের ভয়াবহ আগুন নেভানোর কাজে সহযোগিতা করায় তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাবুল। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার ওই অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সময়োচিত পদক্ষেপ নেওয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের পরপরই ইরান তার সীমান্ত খুলে দেওয়ায় অন্তত এক হাজার ট্রাক ইরানে প্রবেশ করে এই অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। এএফপি।
লকডাউনে অকল্যান্ড
ইনকিলাব ডেস্ক : দেশের সবচেয়ে বড় শহর অকল্যান্ড লকডাউনের নির্দেশ দিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন। স্থানীয়ভাবে তিন জনের করোনা শনাক্তের পর রোববার তিনি এ নির্দেশ দিয়েছেন। বিবিসি জানিয়েছে, তিন দিনের জন্য এই লকডাউন কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আর্দার্ন বলেছেন, আক্রান্ত রোগী শনাক্তের পর তার দেশ ‘কঠিন ও দ্রুত’ পদক্ষেপ নিয়েছে। করোনা মহামারি মোকাবিলায় নিউ জিল্যান্ডের পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রয়টার্স।
বিক্রি হচ্ছে না
ইনকিলাব ডেস্ক : অবশেষে টিকটকের মালিক বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের কাছে টিকটক বিক্রির চিন্তা থেকে সরে এসেছেন। ট্রাম্প প্রশাসনের চাপে যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারের অ্যাপটির পুরো ব্যবসা বিক্রির চুক্তি করতে যাচ্ছিল বাইটড্যান্স। কিন্তু ট্রাম্পের বিদায়ের পর নতুন করে ভাবছে চীনা প্রতিষ্ঠানটি। নাম প্রকাশ না করে বাইটড্যান্সের একটি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসনের দাবির মুখে ওই চুক্তির পথে হেঁটেছিল বাইটড্যান্স। কিন্তু ট্রাম্পের বিদায়ের সঙ্গে সঙ্গে টিকটক বিক্রির কারণও বিদায় নিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট।
সাইট খুললেই
ইনকিলাব ডেস্ক : ইন্টারনেটের এই যুগে পর্ন এক ব্যাধিসম। পৃথিবীর বিভিন্ন দেশে পর্নসাইট ব্যান করার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হচ্ছে এর প্রসার। তবে প্রযুক্তির বিভিন্ন শাখার অপব্যবহার করে ঠিকই এখনো মানুষ ঝুঁকছে এসব ভিডিওর দিকে। ইভটিজিং, ধর্ষণ, রোধে এবার ভারতের উত্তর প্রদেশের সরকার এক বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পুলিশ এবার মনিটর করবে কে বা কারা কী সার্চ করছে। এই লক্ষ্যে তারা একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছে যারা বিভিন্ন পর্ন কনটেন্ট যাচাই করবে। ডেকান হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।