Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক মাধ্যমেও বসন্তের ছোঁয়া লেগেছে

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৬ পিএম

ফুল ফুটুক আর নাই ফুটুক এসেছে বসন্ত। আর এই বসন্তের ছোঁয়া লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফেসবুকে অনেকেই বাসন্তী পোশাকের ছবি শেয়ার করে বসন্তকে স্বাগত জানাচ্ছেন। বিশেষ করে নারীদের বাসন্তী রঙের শাড়িতে বেশি ছবি পোস্ট করতে দেখা গেছে।

কাব্যিক ভাষায় সামাজিক মাধ্যমে বসন্তের শুভেচ্ছা বিনিময় করছেন কেউ কেউ। তবে বিজাতীয় বেহায়াপনা সংস্কৃতি ভালবাসা দিবস বর্জন করে বসন্ত উদযাপনের আহ্বানও জানিয়েছেন অনেকে।

জৈষ্ঠ্য সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘আজ লাল পলাশের দিন ফাগুন মাতাল গান
শিমুলের বনে বনে কোকিলের কুহুতান, বেভুল বাউরি বাতাস বাউলের একতারা, আজ বসন্ত দিন মন উদাস পাগল পারা। পলাশেরর ঋতুতে সবাইকে স্বাগতম।''

আলি মোহাম্মাদ লিখেছেন, ‘‘গাছে গাছে নতুন পাতা, ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ শীতের হল শেষ। নতুন রুপে, নতুন সাঁঝে নিভাবে মনের আগুন। তাইতো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন।’’

আনারুল ইসলাম রানা লিখেছেন, ‘‘কখনো মিষ্টি হেমেন্তে, কখনো কোকিল ডাকা বসন্তে,,কখনো ফুলে ভরা ফাগুনে, কখনো কষ্টে ভরা আগুনে,,তবুও জীবন চলছে জীবনের মতো, অল্প সময়ের জন্যেও থেমে থাকেনি,, এটাই জীবন আর____এটাই বাস্তবতা,,।’’

‘‘প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে, চারদিকে একি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন, আজ তবে কি আবার এসেছে ফাগুন। বাতাসে বসন্তের আভাস, হৃদয়ে ভালোবাসার সুভাস। শুভ_বসন্ত’’ লিখেছেন রাকিব আহমেদ।

হাকিম মিয়াহ লিখেছেন, ‘‘এই সুরে কোকিলের কণ্ঠে তাল মেলানোই বলে দিচ্ছে বছর ঘুরে আবারো এসেছে বসন্ত...‘বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায়, ফাল্গুনী মোর মন বনে’’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ